অরুণা বিশ্বাস, একসময় দেশের বিনোদন জগতে আলোচিত নাম। কিন্তু সময়ের স্রোতে বিতর্ক যেন পিছু ছাড়েনি তাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকার জন্য তোপের মুখে পড়া এই অভিনেত্রী আবারও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার কেন্দ্রবিন্দুতে।
সম্প্রতি যুক্তরাজ্যে চিকিৎসার জন্য পাড়ি জমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যদের সঙ্গে বহুদিন পর দেখা হয় তার। মা-ছেলের এই আবেগঘন মিলনের মুহূর্ত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এটি নিয়ে আবেগঘন পোস্ট দেন।
তাদের মধ্যে ছিলেন অরুণা বিশ্বাসও। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মা আর সন্তান, এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য। মা।’ তার এই পোস্টে নেটিজেনদের একাংশ রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন।
অরুণার সমালোচকরা তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ছাত্র আন্দোলনের সময়কার বিতর্কিত অবস্থান তুলে ধরে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে পোস্টটি সরিয়ে ফেলেন অরুণা।
তবে বিতর্ক এখানেই থেমে থাকেনি। অনেকেই প্রশ্ন তুলেছেন, একসময় আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিত অরুণার এমন পোস্টের উদ্দেশ্য কী? সেই সঙ্গে আরও একবার আলোচনায় এসেছে ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের রহস্যময় কর্মকাণ্ড।
রাজনৈতিক সংশ্লেষ আর তারকাদের ভূমিকা নিয়ে জনমনে তৈরি হওয়া প্রশ্নের জবাব কি অরুণা বিশ্বাস দিতে পারবেন? নাকি বিতর্কই হয়ে উঠবে তার সঙ্গী? এসব প্রশ্ন নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলমান আলোচনা যেন থামার নাম নেই।