অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে সেরা পারফর্মার ছিলেন জসপ্রীত বুমরাহ। ৩২ উইকেট শিকার করে সেরা ক্রিকেটার নির্বাচিত হলেও সিরিজ হারায় হতাশ এই পেসার। পার্থে প্রথম টেস্টে ভারতের জয় এনে দিলেও সিডনিতে চোটের কারণে শেষ দুই দিন বল করতে পারেননি তিনি।
ম্যাচ শেষে বুমরাহ বলেন, ‘‘শরীরের কথা ভেবে কখনও কখনও নিজের ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হয়। এই সিরিজে বোলিং উপভোগ করেছি। তবে শেষ ইনিংসে বল করতে না পারা হতাশার।’’
তিনি মনে করেন, সিরিজে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে দারুণ লড়াই হয়েছে। ‘‘আমাদের তরুণ ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার মাটিতে খেলে অভিজ্ঞতা অর্জন করেছে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে তাদের শক্তিশালী করবে,’’ বলেন বুমরাহ।
অস্ট্রেলিয়ার জয়কে যোগ্য দাবি করে তিনি জানান, ‘‘আমাদের নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করতে হবে। এখান থেকেই আমরা শিখে আরও সংঘবদ্ধ হয়ে এগিয়ে যাব।’’