ইতালিয়ান সিরি ‘আ’-তে জুভেন্টাসের অপরাজিত যাত্রার অবসান ঘটাল নাপোলি। গত রাতে ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে জুভেন্টাস ২-১ গোলে হেরে যায় নাপোলির কাছে। এই হারের ফলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এখন অপরাজিত থাকা একমাত্র দল হলো ফ্রেঞ্চ লিগ আঁ-এর চ্যাম্পিয়ন পিএসজি।
জুভেন্টাস এই মৌসুমে প্রথম ২১টি ম্যাচে অপরাজিত থাকলেও তাদের পারফরম্যান্সের বড় অংশজুড়েই ছিল ড্র। ২১ ম্যাচের মধ্যে ১৩টিতে ড্র করার কারণে লিগের পয়েন্ট তালিকায় তারা শীর্ষস্থান ধরে রাখতে ব্যর্থ হয়। তবে নাপোলির কাছে হারের মধ্য দিয়ে তাদের টানা ২৯ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডে ছেদ পড়ে।
ম্যাচের শুরুতে জুভেন্টাস এগিয়ে যায়। পিএসজি থেকে ধারে আসা রান্দাল কোলো মুয়ানি অভিষেক ম্যাচেই গোল করে দলকে প্রথমার্ধে এগিয়ে দেন। কিন্তু দ্বিতীয়ার্ধে নাপোলি ঘুরে দাঁড়ায়। ৫৭ মিনিটে আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো আঙ্গিসার গোলে সমতা ফেরায় তারা। এরপর ৬৯ মিনিটে পেনাল্টি থেকে রোমেলু লুকাকু নাপোলির হয়ে জয়সূচক গোলটি করেন। এটি ছিল ইউরোপের শীর্ষ পাঁচ লিগে লুকাকুর ২০০তম গোল।
জুভেন্টাসের কোচ থিয়াগো মোত্তা এই হারে হতাশা প্রকাশ করে বলেন, “প্রথমার্ধে আমরা ভালো খেলেছি, কিন্তু দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের ভুল আমাদের হারিয়ে দিয়েছে। পরিকল্পনা ছিল প্রতিপক্ষকে চাপে রাখা, কিন্তু বলের নিয়ন্ত্রণ হারানোর কারণে আমরা নাপোলির আক্রমণের মুখে পড়ি।”
এই হারের পর সিরি ‘আ’-তে জুভেন্টাসের প্রথম হারের তেতো স্বাদ পেতে হলো। এখন ইউরোপের শীর্ষ পাঁচ লিগে পিএসজিই একমাত্র অপরাজিত দল হিসেবে রয়েছে। ১৯ ম্যাচে তাদের জয় ১৪টি এবং ৫টি ড্র।