ঢাকা প্রিমিয়ার লিগে দল পাওয়া নিয়ে ধোঁয়াশার মধ্যে ছিলেন লিটন দাস। দর-কষাকষির সমাধান না হওয়ায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে তাকে। তবে অবশেষে স্বস্তি মিলেছে—জাতীয় দলের অভিজ্ঞ এই ব্যাটারকে দলে নিয়েছে তামিম ইকবালের গুলশান ক্রিকেট ক্লাব।
শনিবার (১ মার্চ) পর্যন্ত কোনো দলের সাথেই চুক্তি হয়নি লিটনের। তবে রোববার (২ মার্চ) বিকেলে শেরে বাংলায় সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন তামিম ইকবাল নিজেই। গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন লিটন, তবে প্রথম ম্যাচে তিনি মাঠে নামবেন না। আগামী ৬ মার্চ আবাহনীর বিপক্ষে দ্বিতীয় ম্যাচ থেকেই খেলতে দেখা যাবে তাকে।
কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, তামিম ইকবালের মধ্যস্থতায় গুলশান ক্রিকেট ক্লাবে যুক্ত হয়েছেন লিটন। ধারণা করা হচ্ছে, লিটনের পারিশ্রমিকের বিষয়টিও তামিমই দেখভাল করবেন।
এদিকে, লিটনের পুরোনো দল আবাহনী আগেই জানিয়ে দিয়েছিল যে তারা তাকে ধরে রাখতে পারবে না। বাজেটের কারণে বড় তারকাদের ধরে রাখা সম্ভব হয়নি তাদের পক্ষে। লিটন নিজেও ৬০ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছিলেন, যা কোনো দলই দিতে রাজি হয়নি। লিজেন্ডস অব রূপগঞ্জ ৪০ লাখ টাকার প্রস্তাব দিলেও সেটি গ্রহণ করেননি তিনি। শেষ পর্যন্ত, তামিমের সহায়তায় গুলশান ক্রিকেট ক্লাবই হয়ে উঠেছে লিটনের নতুন ঠিকানা।