ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজা ক্যাম্পাসে না হওয়ায় শিক্ষার্থী ও সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
শুক্রবার গ্রিন রোডের বায়তুল আকসা মসজিদে প্রথম জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে জানাজা করা হয়নি। কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন জানান, নিরাপত্তাজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজার পরিকল্পনা বাতিল করা হয়।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বৃহস্পতিবার রাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার তিন দফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হয়।