চ্যাম্পিয়ন্স লিগের রুদ্ধশ্বাস ম্যাচ শেষে মাত্র দুই দিনের ব্যবধানে লা লিগার মাঠে নেমে ক্ষোভে ফুঁসছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে ৭২ ঘণ্টার কম বিরতিতে খেলতে নামবে না তার দল।
বুধবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ খেলেছিল রিয়াল। ১২০ মিনিটের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এই ধকলের রেশ কাটতে না কাটতেই শনিবার সন্ধ্যায় ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচ খেলতে হয়েছে লস ব্লাঙ্কোজদের।
ম্যাচের শুরুতেই গোল হজম করলেও কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল। তবে জয় পেলেও সূচির চাপ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন আনচেলত্তি।
তিনি বলেন, “আজ শেষবারের মতো ৭২ ঘণ্টার কম বিরতিতে খেলেছি। ভবিষ্যতে যদি এমন পরিস্থিতি হয়, তাহলে আমরা ম্যাচ খেলব না।”
তিনি আরও জানান, ম্যাচ সূচির পরিবর্তনের জন্য লা লিগা কর্তৃপক্ষকে দুবার অনুরোধ জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
এদিকে, রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষও জানিয়েছে, ঘন ঘন ম্যাচ আয়োজনের বিষয়ে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সহযোগিতা চাইবে তারা।
উল্লেখ্য, ফিফার নির্দেশনা অনুযায়ী, খেলোয়াড়দের সুরক্ষার স্বার্থে দুটি ম্যাচের মাঝে অন্তত ৭২ ঘণ্টার বিরতি থাকা উচিত। তবে চূড়ান্ত সূচি নির্ধারণের দায়িত্ব প্রতিযোগিতার আয়োজকদের ওপরই বর্তায়। স্পেনে এই দায়িত্ব পালন করে লা লিগা কর্তৃপক্ষ।