বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অভিষেক ঘটানোর পর আলোচনায় উঠে এসেছেন তার বোলিংয়ের গতির জন্য। প্রথম আলো’র সাক্ষাৎকারে নাহিদ তার গতির উৎস, ফিটনেস রুটিন, এবং দলের প্রতি তার মনোভাব নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, “জাতীয় দলে প্রথম ডাক পাওয়ার সময়ই অন্যরকম অনুভূতি ছিল, তবে এখন সবকিছুই স্বাভাবিক মনে হয়।” নাহিদ আরও জানান, তিনি খেলার সময় ভাল করলেই মানুষ প্রশংসা করে, আর খারাপ হলে সমালোচনা। কিন্তু তার কাছে সবচেয়ে বড় বিষয় হলো কিভাবে দলের জন্য সর্বোচ্চ পারফরম্যান্স দিতে পারেন।
নাহিদ তার বলের গতি সম্পর্কে বলেন, “এটা কিছুটা প্রাকৃতিকভাবে এসেছে, তবে কঠোর পরিশ্রম আর নিয়মিত অনুশীলনের ফলস্বরূপ গতিটা বেড়েছে।” তিনি বলেন, প্রথম শ্রেণির ক্রিকেটের অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার জন্য অনেক কিছু শিখিয়েছে, যেমন কোন জায়গাগুলোতে উন্নতি করলে আরও সফল হতে পারবেন।
গতি থাকলেই যে চোটের আশঙ্কা থাকে, এই বিষয়েও নাহিদ সচেতন। তিনি বলেন, “ফিটনেস রুটিন অনুসরণ করে চোট থেকে মুক্ত থাকার চেষ্টা করি। বিসিবি থেকে যে পরিকল্পনা দেওয়া হয়, সেটি অনুসরণ করি।”
নাহিদ রানা আরও জানান, ক্রিকেটে সাফল্য পেতে শুধু নিজের দক্ষতা নয়, মানসিক শক্তি ও কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। “অজুহাত না দিয়ে কাজ করতে থাকলে একদিন সফলতা আসবেই,” বলেই তিনি তার মতামত জানিয়ে বলেন।